শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন পবার মোস্তফা সরকার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২; সময়: ৭:৩৬ অপরাহ্ণ |
শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন পবার মোস্তফা সরকার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় তৃতীয় লিঙ্গের সদস্যদের সমন্বয়ে গঠিত “বাঁচার আশা” সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকারকে “শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২” প্রদান করা হয়েছে।

রোববার ঢাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ক্রীড়া, কলা (চারু ও কারু) সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের হাতে সম্মাননা তুলে দেন।

মোস্তফা সরকার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া গ্রামের আঃ বারীক ও মাতা আলেকজান বিবির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ১ম সন্তান। মোস্তফা সরকার ১০১ জন তৃতীয় লিঙ্গের সদস্যদের সংগঠিত করে “বাঁচার আশা” সাংস্কৃতিক সংগঠন নামে একটি যুব সংগঠন গড়ে তোলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস সংগীত ও নাটকের মাধ্যমে প্রচার করছেন।

সংগীত, গম্ভীরা, জারীগান, পুতুল নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জঙ্গীবাদ, সন্ত্রাস, মৌলবাদ, মাদক, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন। তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি ও প্রতিবন্ধীসহ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের জীবণমান উন্নয়নে কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করছেন।

তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান কার্যক্রম পরিচালনা করছেন। এর আগে পবা উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সফল সংগঠক হিসেবে সম্মাননা স্মারক, ইউএনডিপি কর্তৃক সম্মাননা স্বারক, একুশে পরিষদ নওগাঁ কর্তৃক সম্মাননা স্মারকসহ বিভিন্ন সম্মাননা স্মারক পেয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে