রাজশাহীতে জালনোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২; সময়: ৭:১৪ অপরাহ্ণ |
রাজশাহীতে জালনোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে জলনোট ও ইয়াবা-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০০টি পাঁচশত টাকার জালনোট ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম জনি (৪৭)। সে রাজশাহী জেলার দূর্গাপুর থানার সায়বাড় পশ্চিমপাড়া এলাকার মো: আব্দুস সাত্তারের ছেলে।

জানা যায়, গতকাল ১১ সেপ্টেম্বর দুপুর দেড়টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার উপশহর ১নং সেক্টর এলাকার জাহাঙ্গীরের ভাড়াবাসায় অবৈধ জালটাকা মজুদ আছে।

সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ২টায় জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। এরপর তার ঘর তল্লাশী করে পাঁচশত টাকার ১০০টি জালনোট ও তার দেহ তল্লাশি করে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে