মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২; সময়: ৫:১৮ অপরাহ্ণ |
মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পরিষদের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক এতে সভাপতিত্বে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলপ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও ব্র্যাক মান্দা শাখা এ সমন্বয় সভার আয়োজন করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, আওয়ামী লীগনেতা ব্রহানী সুলতান গামা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, মান্দা মমিন শাহানা সরকারী কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, ব্র্যাক নওগাঁ জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, ব্র্যাক সেলপ এর জেলা ব্যবস্থাপক আবু সায়েম, সেলপ মান্দা শাখার অ্যাসোসিয়েট অফিসার চৈতন্য দেবনাথ ও নিয়ামতপুর শাখার অ্যাসোসিয়েট অফিসার আফরোজা আইরিন প্রমূখ।

সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে