পড়ে থাকা বাক্সবন্দি এক্স-রে মেশিন স্থাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২; সময়: ২:৪৯ অপরাহ্ণ |
পড়ে থাকা বাক্সবন্দি এক্স-রে মেশিন স্থাপন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : ১৯ মাস টয়লেটের সামনে পড়ে থেকে অবশেষে ঘরে উঠলো বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাক্সবন্দি সেই এক্স-রে মেশিনটি।

সোমবার (১২ সেপ্টেম্বর) মেশিন স্থাপনের কাজ শেষ করা হয়েছে বলে জানান সার্ভিস প্রকৌশলী জসিম উদ্দিন। এদিকে পড়ে থেকে এক বছরের ওয়ারেন্টি শেষ হয়েছে মেশিনটির। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলছেন, বাক্সবন্দি হয়ে পড়ে আছে এক্সরে মেশিন এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়, এতে দ্রæত মেশিনটি স্থাপন করা সম্ভব হয়েছে।

উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, ১৬ লাখ ৬৩ হাজার ৪৩ টাকায় আধুনিক এক্স-রে মেশিনটি কেনা হয়। গত বছরের মার্চ মাসে প্রতিস্থাপন করার কথা থাকলেও অবকাঠামোগত সমস্যা থাকায় করা হয়নি। পরে পরিবেশ তৈরি হলেও ঠিকাদার আর কোনো পদক্ষেপ নেননি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না গেলে নতুন করে আবারও প্রায় ১১ লাখ টাকা বরাদ্দের পর মেশিনটি স্থাপন করা হয়।

উল্লেখ্য, পাঁচ বছর আগে পুরোনো মেশিনটি বিকল হয়। ১৯ মাস আগে নতুন এক্স-রে মেশিনটি কেনা হয়। এরপর এটি হাসপাতালের বারান্দায় টয়লেটের সামনে পড়েছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে