চারঘাটে নারীপক্ষের পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২; সময়: ৪:৩৩ অপরাহ্ণ |
চারঘাটে নারীপক্ষের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট সারদা থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় ও নারীপক্ষের আয়োজনে সংঘাতকালীন যৌন সহিংসতা ও প্রতিকার বিষয়ক পরামর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত নারীরা শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বা যৌন সহিংসতার শিকার হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন, স্বীকৃতি, অর্থ অনুদান বিষয়ক পরামর্শ সভার আয়োজন করা হয়।

নারীপক্ষের সহযোগিতায় যে নারীদেও ভুলে ছিল কর্মর্সচীর অংশ হিসাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত নারীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেও সে সমস্ত বীরাঙ্গনা নারীদেও রাষ্ট্রীয়ভাবে পুনঃ প্রতিষ্ঠা করার লক্ষ্যেই নারীপক্ষ দেশব্যাপী এই কর্মর্সচী চালিয়ে যাচ্ছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানাপাড়া সোয়ালোজ সম্মেলন কক্ষে সোয়ালোজের সহকারী পরিচালক ও নারীপক্ষের সাবেক সভাপতি মাহমুদা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারীপক্ষের সমন্বয়কারী শিরীন হক, নারীপক্ষের সদস্য ফেরদৌস আজিম,খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, নন্দনগাছি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, নন্দনগাছি ডিগ্রী কলেজের অধ্যাপক কামরুজ্জান, চারঘাট পাইলট বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম, চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক সুজন আলী, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার কর্মকার ও উপজেলা মহিলা বিষয়ক প্রতিনিধি সখিনা খাতুন, ইমামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে