সিংড়ায় চোরাই পণ্য উদ্ধার, আটক ৪

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২; সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ |
সিংড়ায় চোরাই পণ্য উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, নাটোর : প্রতিষ্ঠানের নাম আল্লাহর দান টেলিকম এন্ড ইলেট্রনিক্স। ওই প্রতিষ্ঠান থেকে এক এক করে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার সহ বেশ কিছু সেচ পাম্প বের করে আনা হলো। যার প্রত্যেকটি পণ্যই চোরাই।

রোববার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য উদ্ধার করে।ওই আল্লাহর দান নামের প্রতিষ্ঠানটির অবস্থান সিংড়া উপজেলার বামিহাল বাজারে। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী দুলাল হোসেনের বাড়িতেও অভিযান চালিয়ে চোরাই পণ্য উদ্ধার করে পুলিশ। পুলিশ আল্লাহর দান প্রতিষ্ঠান সহ দুলাল হোসেনের বাড়ি থেকে চোরাই ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও ২৫ টি চোরাই সেচ পাম্প উদ্ধার করে। এ পণ্য চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দ এর ছেলে আব্দুল কুদ্দুস সহ ৪ জন আটক করে।

আটককৃত অন্যরা হল উপজেলার ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আবুল হোসেন এর ছেলে মনিরুল ইসলাম (২১), আব্দুল হামিদ এর ছেলে রাজু আহমেদ (৩০) ও মুছলেম উদ্দিনের ছেলে কারিম (২৬)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনভর বামিহাল অভিযান চালিয়ে একটি টেলিকম এন্ড ইলেকট্রনিক্স দোকান ও মালিকের বাড়ি থেকে ২৫ টি চোরাই সেচ পাম্প ও ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত ৪জনকে আটক করা হয়েছে। এবিষয়ে আরও অনুসন্ধান করে অভিযান চালানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে