ওসি থেকে এএসপি হলেন ৫৫ জন

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২; সময়: ৯:৩৪ অপরাহ্ণ |
ওসি থেকে এএসপি হলেন ৫৫ জন

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৫৫ জন পরিদর্শককে (সশস্ত্র) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস (পুলিশ) ক্যাডারের মর্যাদা পাবেন।

রোববার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদফতরে ন্যস্ত করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে ওসি এবং সমপদমর্যাদায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও যারা পদোন্নতি পেয়েছেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে