ধামইরহাটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২; সময়: ৯:০০ অপরাহ্ণ |
ধামইরহাটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব ইসরাত জাহান।

১১ সেপ্টেম্বর সকাল ১১ টায় ধামইরহাট উপজেলার সফিয়া পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ে ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শণ করেন। এ সময় শ্রেনি পাঠদানের পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীরা আইসিটি বিষয়ে অভিজ্ঞতার কথা উপসচিব ইসরাত জাহানকে অবগত করেন প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু ও প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন।

পরিদর্শণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট উপজেলা সহকারী প্রোগ্রামার মহিউদ্দীন ভুইয়া, সফিয়া পাইলচ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি ছানাউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ধামইরহাট ফাজিল মাদরাসা পরিদর্শণ শেষে নয়নাভিরাম ঐতিহাসিক আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ করে নওগাঁর উদ্দেশ্যে রওনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে