এনায়েতপুরে মৃত্যুবার্ষিকীতে বাংলার প্রথম শিল্পযোদ্ধা ডাঃ আমজাদকে স্মরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
এনায়েতপুরে মৃত্যুবার্ষিকীতে বাংলার প্রথম শিল্পযোদ্ধা ডাঃ আমজাদকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : পাকিস্তান সরকারের হীন বাধা দমিয়ে ১৯৫৮ সালে ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ স্থাপনের প্রথম বাঙালী শিল্প উদ্যোক্তা সিরাজগঞ্জের এনায়েতপুরের মানব হিতৈষী কর্মবীর ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১০ম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে আত্বার মাগফিরাত কামনায় তার প্রতিষ্ঠিত অলাভজনক ট্রাষ্টি প্রতিষ্ঠান খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পতাকা উত্তোলন, শোক র‌্যালী, কবর জিয়ারত ও সংক্ষিপ্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক ডাঃ আমজাদ হোসেনের বড় ছেলে মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন সহ পরিবার বর্গ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী অংশ নেন।

প্রয়াত ডাঃ আমজাদ হোসেন বিটিএমএ এর সাবেক চেয়ারম্যান, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা সহ শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জাতীয়-আন্তর্জাতিক ভাবে ভুমিকা পালন করে গেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে