ইতিহাস গড়ে শিরোপা জিতলেন শিয়াওতেক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২; সময়: ১:০৪ অপরাহ্ণ |
খবর > খেলা
ইতিহাস গড়ে শিরোপা জিতলেন শিয়াওতেক

পদ্মাটাইমস ডেস্ক : পোলিশ তারকা ইগা শিয়াওতেক ও তিউনিসিয়ার ওন্স জাবির শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ইউএস ওপেনে মেয়েদের ফাইনালে মুখোমুখি হয়। যেখানে ইতিহাস গড়ে জাবিরকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জেতেন ইগা শিয়াওতেক।

দুজনের সামনেই ছিল ইতিহাস গড়ার হাতছানি। দুজনই প্রথমবারের মতো ওঠেন ইউএস ওপেনের ফাইনালে। কিন্তু নিউইয়র্কের আর্থার অ্যাশ এরিনায় ফাইনালটা ঠিক ফাইনালের মতো হয়নি। তিউনিসিয়ার জাবিরকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন শিয়াওতেক।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার রাতে জাবিরকে ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন পোলান্ডের ২১ বছর বয়সী শিয়াওতেক। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পোল্যান্ডের তারকার এটি প্রথম ইউএস ওপেন। একই সঙ্গে এটি তার তৃতীয় গ্র্যান্ড স্লাম।

একপেশে প্রথম সেটের পর কিছুটা প্রতিরোধ গড়েন ২৮ বছর বয়সী জাবের। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ক্যারিয়ারের তৃতীয় ও চলতি বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন শিয়াওতেক। তার আগের দুটি শিরোপা ছিল ফরাসি ওপেনে।

গত মার্চে অ্যাশলি বার্টির অবসরের পর নারীদের টেনিসে চলছে শিওয়াতেকের দাপট। এই বছরের শুরুতে তিনি একপর্যায়ে টানা ৩৭ জয়ের পথে জেতেন ছয় ট্রফি, যার মধ্যে ছিল ফরাসি ওপেনও। সব টুর্নামেন্ট মিলিয়ে এ নিয়ে টানা দশম ফাইনাল জিতলেন শিয়াওতেক।

বিশ্বের এক নম্বর তারকা হলেও এবারের ইউএস ওপেন শিয়াওতেক ফেবারিট হিসেবে শুরু করেননি। প্রথমবারের মতো ইউএস ওপেন জেতার পর শিয়াওতেক বলেন, ‘আমি খুব বেশি কিছু আশা করিনি। টুর্নামেন্ট শুরুর আগে এটা ছিল খুব চ্যালেঞ্জিং একটা সময়।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে