এক সারিতে সাবেক ৬ প্রধানমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২; সময়: ১২:২৩ অপরাহ্ণ |
এক সারিতে সাবেক ৬ প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : তৃতীয় চার্লসের রাজা হিসেবে দায়িত্ব নেয়ার ঐতিহাসিক আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সাবেক ছয় প্রধানমন্ত্রী, যা ব্রিটেনের ইতিহাসে প্রথম। এ দিন তাদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খবর ডেইলি মেইলের।

শনিবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ঐতিহাসিক এক আয়োজনে ব্রিটেনের নতুন রাজার আনুষ্ঠানিক দায়িত্ব নেন তৃতীয় চার্লস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ঐতিহাসিক এ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশাপাশি থেরেসা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার এবং স্যার জন মেজরকে দেখা যায়। জেমস প্যালেসে নিজেদের মধ্যে আলাপ করতেও দেখা যায় তাদের।

তৃতীয় চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক ছয় প্রধানমন্ত্রীর উপস্থিতি দেশটির ইতিহাসে প্রথম। ছয় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন সাবেক লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড, নিল কিনক, লন্ডনের মেয়র সাদিক খান, স্যার এড ডেভিড, সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ মিলিব্যান্ডসহ অনেকে।

তবে এ দিন টরি নেতা জেরমি করবিন অনুষ্ঠানে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।

লন্ডনের স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে শুরু হয় আনুষ্ঠানিকতা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়।

এ দিন রাজা চার্লসের সিংহাসন আরোহণ অনুষ্ঠানের সাক্ষী হতে সেন্ট জেমস প্যালেসের সামনে জড়ো হয় বহু মানুষ। প্রাসাদের বাইরেও ছিল হাজার হাজার মানুষের ভিড়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ তার গ্রীষ্মকালীন অবকাশের জন্য স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে অবস্থান করছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন রানি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে