প্রথম ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো আজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২; সময়: ১১:২২ পূর্বাহ্ণ |
প্রথম ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো আজ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো ২০২২’। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃৃপক্ষ এবং মার্কিন কৃষি বিভাগ সমর্থিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ রোববার এ এক্সপো শুরু হবে।

শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

দিনব্যাপী প্রদর্শনীতে ৩৮টি সরকারি-বেসরকারি পরীক্ষাগার, ছয়টি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের খাদ্য ও রাসায়নিক পণ্যের পরীক্ষাগার নেটওয়ার্কের সক্ষমতা তুলে ধরা, তাদের ওপর মানুষের আস্থা বাড়ানো এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এ প্রদর্শনীর মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে সরকারি-বেসরকারি পরীক্ষাগারগুলোর একটি কার্যক্রম নেটওয়ার্ক সৃষ্টি করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে