মহাদেবপুরে মামলা পুনঃতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২; সময়: ৪:২৫ অপরাহ্ণ |
মহাদেবপুরে মামলা পুনঃতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী। এমন অভিযোগ তুলে তার মামলা পুনঃতদন্ত ও জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। উপজেলার পদ্মপুকুর গ্রামের মানিক উদ্দীন সরদারের ছেলে মিঠু সরদার শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, ২০২০ সালের ৩১ জুলাই পদ্মপুকুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে এস এম আজম, চেরাগপুর ইউপি সদস্য আইয়ুব আলী ও মফিজ সরদারের ছেলে লায়ন সরদার তাকে জোরপূর্বব আটকিয়ে রেখে মারপিট করে ১০ হাজার টাকা নেয় এবং আরো ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে ১০০ টাকা মূল্যের ৬টি অলিখিত ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২০২০ সালে ৮ সেপ্টেম্বর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব অর্পণ করে।

বাদী অভিযোগ করেন যে, মামলাটি তদন্তকালে পিবিআই প্রকৃত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করে তাদের মনগড়া সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে যে সাক্ষীদের নাম লেখা হয়েছে তাদের অনেকেরই কাছে সাক্ষ্য গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন। তাই তিনি মামলাটি পুনঃ তদন্তের দাবী জানান।

তিনি আরো অভিযোগ করেন যে, মামলার পর থেকে আসামীরা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে, তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। তাই তার জীবনের নিরাপত্তা চেয়ে মামলাটি পুনঃতদন্তের জন্য যথাযথ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে