শিবগঞ্জে একাডেমিক ভবন উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২; সময়: ৪:০৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে একাডেমিক ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লাওঘাটা দাখিল মাদ্রাসার পয়:নিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহসহ নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৯৫ হাজার টাকা ব্যয়ে এ নবনির্মিত ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-৪ বাস্তবায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সারাদেশে নির্বাচিত মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। স্কুল ও কলেজের অবকাঠামো যেভাবে উন্নয়ন হয়েছে, সেভাবে মাদ্রাসার অবকাঠামোও উন্নয়ন হবে।

এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি তোফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামান, চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল মাস্টারসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে