আত্রাইয়ে বিশা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২; সময়: ৪:০৪ অপরাহ্ণ |
আত্রাইয়ে বিশা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন

নাজমুল হক নাহিদ, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১০অক্টোবর ২০২২ শনিবার সকাল ১১ঘটিকায় সম্মেলনের উদ্বোধন করেন আত্রাই উপজেলা কৃষক লীগের সভাপতি জনাব আব্দুল আজিজ মন্ডল।

বিশা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমজাদ হোসনের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই রানীনগরের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল,সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয়ের সংসদীয় কমিটি।সভাপতি রানীনগর উপজেলা আওয়ামী লীগ, প্রধান অতিথি বক্তব্যে বলেন কৃষকের নায্য অধিকার আদায় আওয়ামী লীগ সরকারের আমলে কৃষক ভালো থাকে শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সকরার, একটি বিষয় সকল কে নজর দিতে হবে ১ কাঠা আবাদি জমিও যেন ফাঁকা না থাকে সেদিকে নজর দিতে হবে।আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে যেন বি,এম, পি,জামাত যেন কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। কোন আঘাত আসলে তার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।সম্মেলনে বিশেষ অতিথি জনাব শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত( দুলাল), সভাপতি, আত্রাই উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ আক্কাস আলী প্রাং, সাধারণ সম্পাদক, আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা চেয়ারম্যান,শেখ হাফিজুল ইসলাম ভাইস চেয়ারময়ান আত্রাই উপজেলা পরিষদ, আব্দুল মান্নান সভাপতি বিশা ইউনিয়ন আওয়ামী লীগ।

প্রধান বক্তা জনাব জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা কৃষক লীগ অনুষ্ঠান পরিচালনা করেন বিশা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের সকল দলীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের ২য় অধিবেশনে মোঃতরিকুল ইসলাম ফটিক কে সভাপতি এবং ফিরোজ আহম্মেদ কে সাধারণ সম্পাদক সোহেল সাংগঠনিক সম্পাদক ও মকছেদ আলীকে প্রচার সম্পাদকের ঘোষনা করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে