বদলগাছীতে পুকুরে ডুবে ৪র্থ-শ্রেণীর ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২; সময়: ৩:১২ অপরাহ্ণ |
বদলগাছীতে পুকুরে ডুবে ৪র্থ-শ্রেণীর ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পুকুরে গোসল করতে নেমে সুমি (১০) নামের ৪র্থ-শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় কাবলা গ্রামে।

জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১ টার সময় সুমি তার এক মামাতো বোন ও প্রতিবেশি ৩/৪ জন শিশুর সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় সুমির মামাতো বোন ৮ বৎসরের শিশু হঠাৎ করে পানিতে তলিয়ে যেতে থাকে। সুমি দেখতে পেয়ে মামাতো বোনকে কোন রকমে পানি থেকে উঠাতে পারলে ও নিজে পানিতে তলিয়ে যায়। গ্রামের লোকজন জানতে পেরে তাৎক্ষনিক ভাবে পুকুরে নেমে সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে।

মৃত সুমি জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামের মৃত সুলতান হোসেন এর মেয়ে। তার বাবার মৃত্যুর পর সে নানা বাড়িতে নানীর কাছে থেকে পড়াশুনা করতেছিলো। মা আলেয়া বেগম কয়েক বৎসর থেকে সৌদি প্রবাসী বলে জানা গেছে।

খবর পেয়ে মহাদেবপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এ,টি,এম মাইনুল ইসলাম,বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও ওসি তদন্ত রায়য়ান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে