চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২; সময়: ১০:১৬ অপরাহ্ণ |
চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবরোধ করলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ ব্যানারে একদল শিক্ষার্থী শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে। এ সময় তারা সরকারকে ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরির বয়স বৃদ্ধি করার দাবি’ জানায়। এতে রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ২৫ মিনিট পর রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তারা রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি। একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। তবে যেহেতু কোনো মারামারি বা অন্যকিছু হয়নি তাই এ ঘটনায় কোন মামলা হবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে