রাজশাহী জেলা পরিষদের আ.লীগের মনোনয়ন চান প্রকৌশলী শামসুল

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২; সময়: ৮:৫৩ অপরাহ্ণ |
রাজশাহী জেলা পরিষদের আ.লীগের মনোনয়ন চান প্রকৌশলী শামসুল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন আবেদন করেছেন প্রকৌশলী শামসুল আলম। গত ৮ সেপ্টেম্বর ঢাকা ধানমণ্ডি ৩ নং প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলীয় আবেদন পত্র জমা দেন।

প্রকৌশলী শামসুল আলম রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ড (পূর্ব) শাখা আওয়ামী লীগের সদস্য। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বাবা মৃত ভাষা সৈনিক এম কোরবান আলী রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পদে ছিলেন।

তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সারা দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ভোটার রয়েছেন ২৩৭ জন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলররা ভোট দিয়ে সদস্য নির্বাচিত করবেন।

প্রকৌশলী শামসুল আলম জানান, ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পেশাজীবনে আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন আন্দলন সংগ্রামে মিছিল মিটিং করেছি। আশা করছি আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেয়া হবে। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে