ফেসবুকের গেমিং অ্যাপ বন্ধ হচ্ছে

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২; সময়: ৪:২৪ অপরাহ্ণ |
ফেসবুকের গেমিং অ্যাপ বন্ধ হচ্ছে

পদ্মাটাইমস ডেস্ক : করোনাকালে অনলাইন গেমের জনপ্রিয়তা যতটা বেড়েছিল, এখন ঠিক ততটাই কমেছে। এজন্য অনেক কোম্পানি তাদের গেম অ্যাপ বন্ধ করে দিচ্ছে। এমনকি ফেসবুকও তাদের জনপ্রিয় গেম অ্যাপ বন্ধ করে দিচ্ছে।

২০১৮ সালে গেমিং অ্যাপ ‘টুইচ’ লঞ্চ করেছিল ফেসবুক। তবে ২০২০ সালের এপ্রিলে মহামারির সময়টাতে এর জনপ্রিয়তা এবং গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। তবে এবছর ফেসবুক গেমিং অ্যাপটি খুব বেশি ব্যবহার হচ্ছে না। এজন্য গেমিং অ্যাপই বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ২৮ অক্টোবর থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয় জায়গা থেকেই সরানো হবে ফেসবুক গেমিং অ্যাপটিকে।

টুইচ এবং ইউটিউবকে টেক্কা দেওয়ার জন্য ফেসবুক এই গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করে। সেই সময়ে ই-স্পোর্টস কমিউনিটি এই গেমিং অ্যাপের জন্য ফেসবুকের উপরে ক্ষোভ উগড়ে দিয়েছিল। তবে সেদিকে খুব একটা পাত্তা দেয়নি ফেসবুক।

এখন কী কারণে টেক জায়ান্টটি তার গেম স্ট্রিমিং অ্যাপ বন্ধ করছে, তা স্পষ্ট নয়। এই গেমিং অ্যাপ বন্ধের কোনো কারণ জানায়নি মেটা। যদিও ফেসবুক তার গেমিং পরিষেবার ওয়েব-ভিত্তিক সংস্করণ চালিয়ে যাবে। এটি ফেসবুকের প্রধান সোশ্যাল মিডিয়া অ্যাপেও পাওয়া যাবে।

ফেসবুক অ্যাপ থেকেই অ্যাক্সেস করা যেত গেমটি। পরবর্তীতে জনপ্রিয়তার পরে সংস্থাটি ২০২০ সালের এপ্রিলে একটি আলাদা ফেসবুক গেমিং চালু করে। এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের তাদের প্রিয় স্ট্রিমারগুলো দেখতে, তাৎক্ষণিক গেম খেলতে এবং গেমিং গ্রুপগুলোতে সংযুক্ত হতে দেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে