শহীদ কামারুজ্জামানের সমাধিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২; সময়: ৩:৫৩ অপরাহ্ণ |
শহীদ কামারুজ্জামানের সমাধিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, রাবি : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক গোলাম কবীর। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে বরেণ্য এই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ ড. সুজন সেনসহ রাবির অন্যান্য হল প্রাধ্যক্ষ এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম কবীর। সফরকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে ও শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় রাবির সহযোগিতা কামনা করলে রাবি উপাচার্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে রাবির উপ-উপাচার্য অধ্যাপক সুলতা-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে