রাজশাহীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন (ভিডিওসহ)

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২; সময়: ১২:২৬ অপরাহ্ণ |
রাজশাহীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক : অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতি না দিয়ে চলমান নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি। সমিতির রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার সকালে নগরীর জিরোপয়েন্টে এ কর্মসুচি পালিত হয়।

এসময় শিক্ষক নেতারা বলেন, ২০০৪ সালের পর সারাদেশের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজগুলোতে নতুন করে কারিগরি শিক্ষক নিয়োগ না দেয়ায় নিয়মিত কোর্সের বাইরেও অতিরিক্ত কোর্স হিসেবে বিনা পারিশ্রমিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে আসছেন কর্মরত শিক্ষকরা। কিন্তু পদোন্নতির সকল শর্ত পূর্ণ থাকার পরেও দীর্ঘ ১৮ বছর ধরে দক্ষ তাদের পদোন্নতি দেয়া হচ্ছে না । বরং নতুন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। শিক্ষকদের পদোন্নতি দেয়া হলে সরকারের আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে না বলেও জানান তারা।

সমিতির রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক তারিকুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হকসহ আরো অনেকে।

কর্মসূচিতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে