জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২; সময়: ৭:৪৪ অপরাহ্ণ |
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) শাইখা সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষিত ও সাক্ষরতা এক বিষয় নয়। একজন মানুষ যখন প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায় তখন তাকে শিক্ষিত বলা হয়। নিরক্ষরতা মুক্ত সমাজ গঠনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব অপরিসীম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে