মহাদেবপুরে বাসষ্ট্যান্ড বণিক সমিতির নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
মহাদেবপুরে বাসষ্ট্যান্ড বণিক সমিতির নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে বাসষ্ট্যান্ড বণিক সমিতির নির্বাচন বর্জন করে সাংবাদিক সম্মেলন করেছেন নির্বাচনে প্রতিদন্দ্বীতাকারী প্রার্থীদের পাঁচজন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাসষ্ট্যান্ড বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম দুলাল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মতিবুল ইসলাম লিটন, সহ সভাপতি পদপ্রার্থী মতিউর রহমান মতি, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফ ও সদস্য পদপ্রার্থী রাহুল।

সাংবাদিক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ভোটার তালিকা হালনাগাদ না করেই সভাপতি তার প্রতিদন্দ্বী প্রার্থীদেরসহ অনেক ভোটারকে বাদ দিয়ে মনগড়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের সিদ্ধান্ত নেন। বিষয়টি জানাজানি হলে ভোটার তালিকা সংশোধন করে ভোট গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা কমিটি বরাবর অভিযোগ দেয়া হয়।

কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি এ বিষয়ে কোন পদক্ষেপ না নিয়েই সভাপতির সাথে যোগসাজস করে ভোট গ্রহণের ব্যবস্থা নেন। তাই উপরোক্ত ওই পাঁচজন এ প্রশ্নবিদ্ধ নির্বাচন বর্জন করেন।

উল্লেখ্য যে, সদর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাসষ্ট্যান্ড বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে