পত্নীতলায় সরকারি বাড়ি দেওয়ার নামে টাকা নেওয়ায় প্রতারককে আটক করে ইউএনও

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২; সময়: ৫:০৬ অপরাহ্ণ |
পত্নীতলায় সরকারি বাড়ি দেওয়ার নামে টাকা নেওয়ায় প্রতারককে আটক করে ইউএনও

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নে র সাধারণ মানুষকে সরকারি বাড়ি দেবার নাম করে টাকা হাতিয়ে নেবার সময় এক তরুন কে হাতে নাতে আটক করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।

গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পত্নীতলা ইউনিয়ন এলাকায় সরকারি বাড়ি দেবার নাম করে টাকা, ভোটার আইডি কার্ড ও ফরম পূরণ ও লিস্ট তৈরীর সময় হাসিব হোসেন(২০) নামের এক তরুণ কে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। জানা যায় ওই তরুণ পার্শবর্তী বদলগাছী উপজেলার দাউদপুর গ্রামের আব্দুল গফুর কাজীর ছেলে ।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুমানা আফরোজ বলেন আমরা গ্রামপুলিশ ও মেম্বার চেয়ারম্যান এর মাধ্যমে জানতে পারি এক তরুণ লোকজনের কাছ থকে সরকারি ঘর দেওয়ার নাম করে টাকা ও কাগজপত্র জমা গনিচ্ছে আমরা যেয়ে দেখি আমাদের মুজিববর্ষের ঘর দেওয়া হবে সেটার সুন্দর করে একটা ফরমেট বানিয়েছে, মুজিবর্ষের লগো ব্যবহার করেছে, এবং লোকজনের কাছ থেকে ওই ফরম পূরণ করে টাকা নিচ্ছিল, প্রায় ১৫/২০জনের জাতীয় পরিচয় পত্র জমা নিয়েছে তবে সে দাবি করছে ৪/৫ জনের কাছ থেকে নিয়েছে তার কাছে টাকাও পাওয়া গেছে, বড় কথা শুরুতেই ধরা পড়েছে, সে স্বীকার করছে তার টাকার ভীষণ দরকার এ জন্য এ প্রক্রিয়া চালাচ্ছিল, ওসি সাহেবকেবলেছি নিয়মিত মামলা দিতে ওরা তাকে থানায় নিয়ে গেছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে