সিরাজগঞ্জে মেডিকেল কলেজের ভারতীয় ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২; সময়: ১:২৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে মেডিকেল কলেজের ভারতীয় ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : স্ট্যাডি ট্যুরে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যাওয়া সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে অধ্যায়নরত ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু মঞ্জুর (১৯) এর মৃত্যুতে সপ্তাহ ব্যাপী শোক কর্মসুচি পালিত হচ্ছে। শোকে বিহবল তার কলেজটিতে পাঠদান বন্ধ রয়েছে। সবার মাঝেই বিরাজ করছে শোকের ছায়া।

পাশাপাশি তার অকাল মৃত্যুতে কলেজ ও হাসপাতালের প্রধান ফটক গুলোতে কর্তৃপক্ষের শোক সংবলিত ব্যানার টাঙ্গানো হয়েছে। আত্তার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে পুলিশ ও পিপিডি রেষ্ট হাউজ কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু সহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক ২ দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেষ্ট হাউজে অবস্থান করে। সেখানে দুপুরের খাবার শেষে খুশবু নিজে নিজে ৪ তলা ভবনের ছাদে উঠে এক পর্যায়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

পরে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে সেখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়। ঐদিনই লাশের ময়না তদন্ত শেষে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক এবং ভারতীয় দুতাবাসের সহযোগীতায় লাশ বৃহস্পতিবার দুপুরে নিজ দেশে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম জানান, খুশবু আমাদের কলেজের খুবই মেধাবী ছাত্রী ছিল। আহত হবার পরই আমাদের হাসপাতালে এনে কলেজ কর্তৃপক্ষের ব্যয়ে চিকিৎসা দেয়া হয়। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। খুশবুর এমন অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।

কলেজ পরিচালনা পরিষদ থেকে শুরু করে শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ সবাই মর্মাহত। এজন্য আমরা ৭ দিনের শোক কর্মসুচি পালন করছি। তার শোকাহত পরিবারের প্রতিও আমরা গভীর সমবেদনা জানাই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে