নন্দীগ্রামে ঢাক-ঢোলের তালে মাতলেন উরাঁও নারী-পুরুষ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২; সময়: ৯:৫৩ পূর্বাহ্ণ |
নন্দীগ্রামে ঢাক-ঢোলের তালে মাতলেন উরাঁও নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে ঢাক-ঢোলের ও মাদলের তালে নেচে-গেয়ে পালন করা হল উরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব। বুধবার রাতে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ উৎসবের আয়োজন করা হয়।

ইউসুফপুর কারাম উৎসব পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম শাখার সভাপতি দুলাল চন্দ্র মহন্ত।

উরাঁও নেতা বিমল চন্দ্র উরাঁও জানান, ভাদ্র মাসে একাদশী তিথিতে উদযাপন করা হয় উরাঁও সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় কারাম উৎসব। এ অনুষ্ঠান মুলত একটি বৃক্ষ পূজার উৎসব। এ এলাকার সকল ধর্ম-বর্ণের মানুষ এ উৎসব উপভোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, যুবলীগ নেতা আব্দুল মান্নান মোল্লা, আসকান আলী, রণজিত কুমার শীল, রাশেদুল ইসলাম রবিন, সন্তোষ কুমার, জলো চন্দ্র উরাঁও, সঞ্জয় কুমার উরাঁও, সবুজ চন্দ্র উরাঁও, নির্মল চন্দ্র উরাঁও, দিলীপ চন্দ্র উরাঁও, উজ্জ্বল চন্দ্র উরাঁও, কার্তিক চন্দ্র উরাঁও ও কানাই চন্দ্র উরাঁও প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে