আঁচিল দূর করার ঘরোয়া উপায়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২; সময়: ৯:১৯ পূর্বাহ্ণ |
আঁচিল দূর করার ঘরোয়া উপায়

পদ্মাটাইমস ডেস্ক : ত্বকের ওপর সামান্য মাংসের বাড়তি অংশ দেখা দেয়। একে আঁচিল বলে। ক্ষতিকারক কিছু না হলেও এটি যথেষ্ট অস্বস্তির কারণ। অনেকে আঁচিল থেকে মুক্তি পেতে নানা রকম ওষুধ ব্যবহার করেন। এতে সাময়িকভাবে এটি কমলেও পরবর্তীতে আবার বেড়ে যায়।

সাধারণত এক ধরনের ভাইরাসের কারণে আঁচিল হয়ে থাকে। এই ভাইরাসের নাম হিউম্যান প্যাপিলোমা। ক্রমশ এর সংক্রমণের হার বাড়তে থাকে। তাই বড় হয় আঁচিল। এই বৃদ্ধির গতি একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটি খুব দ্রুত বড় হয়। আবার কারো ক্ষেত্রে খুব ধীর গতিতে বাড়ে।

কিছু ঘরোয়া উপায় রয়েছে যা কাজে লাগিয়ে ঝামেলা ছাড়াই আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কী সেগুলো? চলুন জেনে নিই-

অ্যাসপিরিন-

খুবই সাধারণ একটি ওষুধ এটি। অনেকের বাড়িতেই থাকে। আঁচিল কমাতে কিন্তু এই ওষুধ খেতে হবে না। ভিন্ন কায়দায় ব্যবহার করতে হবে। একটি পাত্রে অ্যাসপিরিন গুঁড়ো করে নিন। এর সঙ্গে অল্প একটু পানি মিশিয়ে আঁচিলের ওপর লাগান। একটি ব্যান্ডেজ দিয়ে সারারাত ঢেকে রাখুন।

অ্যাসপিরিনে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড নামক একটি উপাদান আছে। এটি সহজেই আঁচিলের বৃদ্ধি আটকে দিতে পারে।

নেলপলিশ-

কেবল নখের জন্য নয়, আঁচিলের বৃদ্ধি কমাতেও নেলপলিশ ব্যবহার করতে পারেন। ট্রান্সপারেন্ট নেলপলিশ আঁচিলের ওপর লাগিয়ে রাখুন। এতে জীবাণু মারা যাবে। কমবে আঁচিল। উপকার পেতে একদিন পর পর নেলপলিশ লাগাতে পারেন।

এছাড়া আঁচিল থেকে মুক্তি পেতে অ্যালোভেরা জেল, কলার খোসা, টি ট্রি অয়েল ইত্যাদি ব্যবহার করতে পারেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে