গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন ২৭৯ রোগী ভর্তি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২; সময়: ৭:১২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন ২৭৯ রোগী ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ২৭৯ রোগী ভর্তি হয়েছে। নতুন রোগী ১৯৬ জন ঢাকার ৮৩ জন বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি–বেসরকারি হাসপাতালেই ৭০৬ জন রোগী ভর্তি আছেন। অন্যান্য বিভাগে ১৮৩ জন রোগী ভর্তি।

এ বছর ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৭ হাজার ৬৭৬ জন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৭৫৬ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে