আরএমপি ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
আরএমপি ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান আরএমপি ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পিয়ারুল ইসলাম পান্নু (৪৬)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরো জানান, ‍বুধবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা আব্দুস ছালাম, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

সেই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল পৌনে ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি পিয়ারুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে