নাটোরে যক্ষ্মা বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
নাটোরে যক্ষ্মা বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হিসেবে ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা রোগীর সংখ্যা শতকরা ৮০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে যক্ষ্মা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার নাটোরে নাটাব আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমন তথ্য জানান, জেলার সিভিল সার্জন কাজী রোজী আরা খাতুন।

সিভিল সাজন কাজী রোজী আরা আরও জানান, যক্ষ্মা রোগীদের পরীক্ষার খরচও সরকার বহন করছে।

বুধবার স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় “বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে ” এই প্রতিপাদ্য নিয়ে এনামুর রহমান চিনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র উমা চৌধুরী জলি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের সিভিল সার্জন কাজী রোজী আরা খাতুন।

অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, ব্র্যাক এরিয়া সুপারভাইজার আবুল বাশার ও নাটাব কমনিকেশন কর্মকর্তা বিচিত্র চন্দ্র দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, লক্ষ্য অর্জনে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা বিশেষ প্রয়োজন। আর সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

সম্প্রতি বিশ্বব্যাপী করোনা রোগ সম্পর্কে সাংবাদিকরাই মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে বেশ কাজ করেছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে