ঈশ্বরদীতে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২; সময়: ৩:২৭ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার ফতেহমো‏হাম্মদপুর ও পাশ্ববর্তী গ্রাম শ্রীরামগাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আইন উদ্দিন ফকির (৬৫)। তিনি পৌর এলাকার ফতেহমোহাম্মদপুরের মৃত হুসেন আলী ফকিরের ছেলে। সে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী।

স্থানীয় বাসিন্দা মুরাদ হাসান জানান, সকাল ৯টায় বাড়ির পাশের খাদে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন আইন উদ্দিন ফকির। হঠাৎ বজ্রপাতে তাঁর শরীরের ডান পাশের অংশ পুড়ে যায়। তাঁকে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বজ্রপাতে আহত জাকের হোসেন তাঁর ভাতিজা আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় শ্রীরামগাড়ি ফসলের মাঠে শ্যালো মেশিনে ঘরে বসে ছিলেন জাকের হোসেন। হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হয় মেশিন ঘরের সামনে। বজ্রপাতের শব্দে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, বজ্রপাতে নিহত আইন উদ্দীন হাসপাতালে নিয়ে আসার পূর্বের ঘটনাস্থলেই মারা গেছেন। আহত জাকের হোসেন চিকিৎসাধীন রয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে