ক্রিকেটকে বিদায় বললেন রায়না

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২; সময়: ৩:০৫ অপরাহ্ণ |
খবর > খেলা
ক্রিকেটকে বিদায় বললেন রায়না

পদ্মাটাইমস ডেস্ক : বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এবার তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুমোদিত কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন।

ভারতের সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটে আর খেলবেন না। বিসিসিআই এবং উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) কর্মকর্তাদের জানিয়েছেন রায়না।

তবে তিনি আরও বলেছেন, তিনি বিদেশি লিগ খেলতে পারেন এবং তিনি এটি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ দিয়ে শুরু করতে চলেছেন। ২০২২ আইপিএলের মেগা নিলামে সুরেশ রায়নাকে কোনো দলই কেনেনি।

বিসিসিআই থেকে এনওসি পাওয়ার পর সুরেশ রায়না দেশ-বিদেশের বিভিন্ন লিগে খেলতে পারবেন। তার আগে যুবরাজ সিং বিদেশি লিগ খেলেছেন এবং তিনি দেশে আয়োজিত লিগেও অংশ নিতে পারেন। সুরেশ রায়না জানিয়েছেন, তিনি ইউপিসিএ থেকে এনওসি নিয়েছেন এবং বিসিসিআই সচিব জয় শাহ এবং সহসভাপতি রাজীব শুক্লাকেও তার অবসরের বিষয়টি জানিয়েছেন।

সুরেশ রায়না নিশ্চিত করেছেন, তিনিও ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের অংশ হবেন। গত এক সপ্তাহ ধরে অনুশীলন করছেন তিনি।

সুরেশ রায়না, যিনি ২০৫টি আইপিএল ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমির শাহির টি-টোয়েন্টি লিগের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে সিএসকের মূল সংস্থা ইন্ডিয়া সিমেন্টস দ্বারা কেনা দলের হয়ে খেলতে পারেন। সূত্র-হিন্দুস্তান টাইমস

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে