৮ ঘুঘু ফিরে গেল নিড়ে!

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২; সময়: ১২:৪৬ অপরাহ্ণ |
৮ ঘুঘু ফিরে গেল নিড়ে!

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় শিকারির হাত থেকে রক্ষা পেয়ে ৮ ঘুঘু ডানা মেলে উড়ে যায় আকাশে।

সোমবার সন্ধ্যায় স্থানীয় পরিবেশ কর্মীরা সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামের ইমাম বাড়ি বাজারে পাখি কেনা-বেঁচার সময় ওই ৮ ঘুঘু পাখি জব্দ করে অবমুক্ত করে ।

এসময় আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় পাখি শিকারি মোঃ মাহফুজকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামের ইমাম বাড়ি বাজারে খাঁচায় বন্দি ঘুঘু পাখি কেনা-বেঁচার খবর দেয় এলাকাবাসী। সেখানে পাখিগুলো কেনা-বেঁচা শেষে জবাই করার প্রস্তুতি চলছিল। পরিবেশ কর্মীদের কয়েকজন সেখানে হাজির হয়ে ৮টি ঘুঘু জব্দ করে। পরে স্থানীয় বাজারের মাঠে এলাকাবাসীদের নিয়ে সচেতনতামূলক পথসভা ও পাখিগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, ইউপি সদস্য মহিউদ্দিন মনি, স্বেচ্ছাসেবী আনোয়ার হোসেন, সোহাগ আলী প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে