শিবগঞ্জে ১৩ শিক্ষার্থীসহ নৌকাডুবি, মেলেনি সানজিদার সন্ধান

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
শিবগঞ্জে ১৩ শিক্ষার্থীসহ নৌকাডুবি, মেলেনি সানজিদার সন্ধান

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ১৩ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। যদিও ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও সানজিদা (১৩) নামে এক নবম শ্রেণির ছাত্রী সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ রয়েছে।

এর আগে রোববার দুপুরে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী হচ্ছে- উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর জৈয়দ মন্ডলপাড়ার কামরুল ইসলামের মেয়ে। স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, দুপুর আড়াইটার দিকে একটি প্রাইভেট সেন্টার থেকে বাড়ি ফিরছিল ১৩ জন স্কুল শিক্ষার্থী। এতে আমার ছেলেও ছিল।

ফিল্টের হাট নদীর ঘাটে মাঝি না পেয়ে তারা একটি নৌকা চালিয়ে আসার চেষ্টা করে। এক পর্যায়ে নদীর মাঝামাঝি এসে একটি কালভার্টে আটকে ডুবে যায় নৌকাটি। এ সময় তারা চিৎকার করলে এলাকাবাসীর সহায়তায় ১২ জনকে জীবিত উদ্ধার করলেও সানজিদা নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী এখনো নিখোঁজ। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নিলেও মেলেনি নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান।

রোববার রাত ৭টা ৪৫ মিনিটে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার রজব আলী শেখ। তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্রী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালিয়েও ব্যর্থ হন তারা। যদিও নদীর তীব্র স্রোত থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে