বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২; সময়: ১:০৯ অপরাহ্ণ |
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

পদ্মাটাইমস ডেস্ক : দেশের আকাশসীমা লঙ্ঘন, সীমান্তে সামরিক সরঞ্জাম ব্যবহার ও সংঘাতময় পরিস্থিতির ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিও মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৪ সেপ্টেম্বর) তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করার এটি হবে তৃতীয় ঘটনা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বারবার একই ধরনের ঘটনা ঘটছে। আমরা সতর্ক আছি। এ বিষয়ে আমরা আগেও কড়া প্রতিবাদ করেছি। এবারও আমরা কড়া প্রতিবাদ জানাবো।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আট নং ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ এর মাঝামাঝি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়ে।

এসময় যুদ্ধ বিমান থেকে আনুমানিক ৮-১০ টি গোলা এবং হেলিকপ্টার থেকে আনুমানিক ত্রিশটি গুলি ছুঁড়তে দেখা যায়। এতে ৪০ নং সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ১২০ মিটার ভেতরে যুদ্ধ বিমান থেকে ফায়ারকৃত দুটি গোলা পতিত হয়।

এর আগে, গত রোববার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

এ ঘটনার জন্য তখন রাষ্ট্রদূত তলব করা হয়। এর প্রায় ১০ দিন আগে একই ধরনের ঘটনার জন্যও তাকে তলব করা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, মিয়ানমারকে সতর্ক করার পর তারা পরবর্তীতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে