আবারও আটকে গেল আর্টেমিস ওয়ানের যাত্রা

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২; সময়: ১২:০৫ অপরাহ্ণ |
আবারও আটকে গেল আর্টেমিস ওয়ানের যাত্রা

পদ্মাটাইমস ডেস্ক : দ্বিতীয়বারের চেষ্টাতেও আর্টেমিস ওয়ান মহাকাশে পাঠাতে পারল না নাসা। এসএলএস রকেটের মূল অংশ থেকে বারবার তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসতে থাকায় উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা এসেছে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে। উৎক্ষেপণের পরবর্তী দিন-তারিখ এখনও কোনো ঘোষণা করেনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি।

শনিবার সকাল থেকেই উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন নাসার প্রকৌশলীরা। জ্বালানিও ভরা হচ্ছিল রকেটে। তবে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে আর্টেমিস লঞ্চ কন্ট্রোল থেকে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে।

রকেটে তরল হাইড্রোজেন প্রবাহে বিপত্তি প্রথম ধরা পড়ে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল সোয়া ৭টায়। রকেটের ‘কুইক ডিসকানেক্ট’ সিস্টেমের ফাঁক দিয়ে লিক করে বেরিয়ে আসছিল তরল হাইড্রোজেন। পরের চার ঘণ্টায় একাধিকবার কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা করেছেন নাসার প্রকৌশলীরা।

একাধিকবার ‘কুইক ডিসকানেক্ট’ সিস্টেমের যন্ত্রাংশ উত্তপ্ত করে সংযোগ স্থলে সঠিকভাবে জোড়া দিয়ে নিরবচ্ছিন্ন তরল হাইড্রোজেন প্রবাহ চালু করার চেষ্টা করেছেন তাঁরা। তবে প্রতিবারই প্রবাহের চাপ বাড়ানোর পর বেরিয়ে আসতে থাকে তরল হাইড্রোজেন। শেষ পর্যন্ত মিশন স্থগিত করার ঘোষণা দেন উৎক্ষেপণ পরিচালক।

এর আগে ২৯ আগস্টের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিকল্প হিসেবে প্রথমে শুক্র ও সোমবারের কথা ভেবে রেখেছিল নাসা। পরে দ্বিতীয় চেষ্টার দিন হিসেবে শনিবারকে নির্বাচন করেছিলেন তাঁরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে