নদীতে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২; সময়: ৩:৪৫ অপরাহ্ণ |
নদীতে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

পদ্মাটাইমস ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীর কুমিরমারা ফেরিঘাট থেকে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফীর (৪২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার শারিকতলার ডুমরিতলা ইউনিয়নের কেশতা খাল থেকে নিখোঁজের দুদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান।

আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরা জেলার সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারে সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিলেন কাফী। তার গাড়ি ফেরিতে ওঠার আগে তিনি গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছিলেন। এ সময় পা পিছলে নদীতে পড়ে যান কাফী। ঘটনার পরপরই তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেন। পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে দীর্ঘ সময় তল্লাশি করেও মরদেহ উদ্ধার করতে পারেননি। আজ শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে