দেশে ফিরে মুখ লুকাতে ব্যস্ত বাংলাদেশ দল

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২; সময়: ১:১৭ অপরাহ্ণ |
খবর > খেলা
দেশে ফিরে মুখ লুকাতে ব্যস্ত বাংলাদেশ দল

পদ্মাটাইমস ডেস্ক : হতাশার এক এশিয়া কাপ কাটিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দুই ম্যাচেই হার, অতঃপর খালি হাতে বিদায়। কাঙ্খিত ব্যাটিং অ্যাপ্রোচের দেখা মিললেও ক্রিকেটারদের গেম সেন্সের অভাব আবারও হয়েছে প্রতীয়মান। ব্যর্থ মিশন শেষে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল।

সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন সাকিব আল হাসানরা। ক্রিকেটার থেকে শুরু করে কোন কোচিং স্টাফ সকলেই ছিলেন মুখ ঢাকতে ব্যস্ত। মিডিয়ার সঙ্গে কথা বলেননি কেউই।

ব্যক্তিগত গাড়িতে চড়ে যে যার মতো বিমানবন্দর ত্যাগ করেন দ্রুতই। কোচিং স্টাফের সবাই ফিরলেও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড ও শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ নিজ দেশে। এদিকে দলের সাথে আসেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

খুব বেশিদিন বিশ্রামের সুযোগ পাবেন না ক্রিকেটাররা। আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে নেমে পড়তে হবে ক্যাম্পে। এ ক্যাম্পে থাকবেন ব্যাটারদের পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে পেসারদেরও।

এদিকে, নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে ৩০ তারিখ রওয়ানা হবার কথা থাকলেও কয়েকদিন আগেই সাকিব-আফিফদের পাঠাবে বিসিবি। টাইগাররা সেখানে উড়াল দেবে ২৪ তারিখ। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন মূলত কন্ডিশনের সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেবার সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে