শেষ হলো কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুম

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২; সময়: ১১:০১ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
শেষ হলো কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুম

পদ্মাটাইমস ডেস্ক : শেষ হলো ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম মৌসুম। হাজং ও বাংলার ফিউশন ‘নাসেক নাসেক’ দিয়ে ছয় মাস আগে শুরু হয়েছিল কোক স্টুডিওর বাংলাদেশ সংস্করণ। অনিমেষ রায়ের গাওয়া গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এই আয়োজনে প্রথম আসরের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে গণসংগীত ‘হেই সামালো’ গান দিয়ে।

শেষ গান প্রসঙ্গে কোক স্টুডিওর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অধিকার আদায়ে আমরা কখনও এক ইঞ্চিও ছাড় দিইনি। যতবার বাধা এসেছে, ততবার আমরা প্রতিবাদে সরব হয়েছি। সেই প্রতিবাদের অন্যতম মাধ্যম ছিল আমাদের গণসংগীত। মানুষের দুর্বার জেগে ওঠার, নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার এক জীবন্ত দলিল এই গান। ১৯৪৬-৪৮–এ এমন বঞ্চিত মানুষদের তেভাগা আন্দোলন নিয়ে লেখা সলিল চৌধুরীর এই গান।’

গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণব, কনা, ঋতুরাজ, সুনিধি নায়েক, অনিমেষ রায়, রুবাইয়াত, মাশাসহ কয়েকজন শিল্পী।

কোক স্টুডিওর প্রথম মৌসুম সম্পর্কে বলা হয়েছে, ‘আমরা শিকড়ের গান নিয়ে কাজ করেছি। গানগুলোকে এমনভাবে সমসাময়িক করার চেষ্টা করেছি, যাতে এখনকার তরুণদের সেগুলো ভালো লাগে।’

এদিকে কোক স্টুডিও বাংলার ৫০০ ভক্তের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনও করে কোকাকোলা বাংলাদেশ। আয়োজনে অংশ নেওয়া ভক্তদের অনেকে ছয় মাস ধরে প্রথম সিজনের গানগুলো নেচে বা গেয়ে কাভার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সিজনের শিল্পীদের স্কেচ ও পেইন্টিং শেয়ার করে তাঁদের প্রতি সম্মান জানানো চিত্রশিল্পীরাও এই আয়োজনে অংশ নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে