ধানক্ষেতে শিশুর মরদেহ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২; সময়: ৮:৩৬ পূর্বাহ্ণ |
ধানক্ষেতে শিশুর মরদেহ

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের রামুতে ধানক্ষেত থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকা থেকে ওই শিশুর মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ জুয়েল (১২) রামুর খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার মনিরুজ্জামানের ছেলে। সে খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার সিকদার পোল্ট্রি ফার্মের কর্মচারী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন বলেন, গত বৃহস্পতিবার জুয়েল পোল্ট্রি ফার্মে অন্য কর্মচারীদের সঙ্গে রাত যাপন করে। এরপর শুক্রবার দুপুরে সিকদার পোল্ট্রি ফার্মের পার্শ্ববতী একটি ধানক্ষেতে ওই শিশুর মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি দল ওই মরদেহ উদ্ধার করে।

নিহতের শরীরে বৈদ্যুতিক শকের মতো আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। বিকালে ঘটনায় জড়িত সন্দেহে পোল্ট্রি ফার্মের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে