রাজশাহীতে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
রাজশাহীতে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ‘আয়নাঘরের বন্দী’ তথ্যচিত্রে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলায় সাবেক সেনা কর্মকর্তা মো. হাসিনুর রহমানকে (৫৮) একমাত্র আসামি করা হয়েছে। রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল বিশেষ আদালতে গতকাল বুধবার মামলাটি করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকা।

বাদীর আইনজীবী মো. মোসাব্বেরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে আদালত অভিযোগটি আমলে নিয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় আসামির স্থানীয় ঠিকানা দেওয়া হয়েছে কুমিল্লার লাকসাম। বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার পল্লবী থানার ডিওএইচএস এলাকা।

মামলার আরজিতে বলা হয়েছে, বাদী গত ২৫ আগস্ট নিজ মুঠোফোনে ‘খাগড়াছড়ির দর্পণ’ নামের একটি অনলাইন পোর্টালে আসামিকে রাষ্ট্র ও সরকারবিরোধী অপপ্রচার চালাতে দেখেন। পরে তিনি জানতে পারেন যে আসামি একজন সাবেক সেনা কর্মকর্তা। আসামি নিজের অপকর্ম অব্যাহত রাখার জন্য অনলাইন জগতের কয়েকজন বিদেশে পলাতক ব্যক্তির সহযোগিতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং স্বনামধন্য সংস্থা সম্পর্কে মিথ্যা বলেছেন। রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিকর মিথ্যা ভীতি প্রদর্শন, প্রকাশ ও প্রচার করে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনোর এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের কোনো মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। এ কারণে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু আদালতের নির্দেশ এখনো হাতে পাননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে