শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীরমুক্তিযোদ্ধা তৈমুর মাষ্টারের

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীরমুক্তিযোদ্ধা তৈমুর মাষ্টারের

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আট রশিয়া দামুদিয়াড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান মাষ্টার ইন্বেতকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার ভোর ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। সকাল ১১টায় শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে মরহুমের প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় আট রশিয়া দামুদিয়াড় এলাকায় মরহুমের দ্বিতীয় নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্তানে তাঁর মরদেহ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) আবদুল মালেক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে