মহাদেবপুরে ওএমএস দোকানের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২; সময়: ৬:০১ অপরাহ্ণ |
মহাদেবপুরে ওএমএস দোকানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএস দোকানের উদ্বোধন করা হয়েছে। ৩০ কেজি টাকা দরে এসব দোকান থেকে একজন সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন।

শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহে ৫দিন দুটি ডিলারের মাধ্যমে উপজেলায় ২০ মেট্রিকটন চাল বিক্রয় করা হবে।

উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে ওএমএস দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদ, মহাদেবপুর সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, হাফিজুল হক বকুল, ডিলার জাহাঙ্গীর আলম প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে