সুজানগরে ওএমএসের চাল বিক্রি শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২; সময়: ৫:৫০ অপরাহ্ণ |
সুজানগরে ওএমএসের চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : খাদ্যশস্যের বাজারমূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধকল্পে নিম্ন আয়ের জনগোষ্ঠকে মূল্য সহায়তা দেওয়া এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সুজানগরে কার্ডধারীদের ওএমএস কার্যক্রমের সাথে সমন্বয় করে চাল বিক্রি শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)সকালে উপজেলা গেট সংলগ্ন আদর্শ ক্লাব চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা।

এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, ওএমএস ডিলার আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্রে জানাযায়, উপজেলার ৪জন ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষেরা প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি করে প্রতিদিন ছুটির দিন ব্যতীত খাদ্য শষ্য হিসেবে এ চাল ক্রয় করতে পারবেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে