মোহনপুরে ওএমএস কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
মোহনপুরে ওএমএস কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে আজ থেকে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম(ওএমএস) শুরু হচ্ছে।
রাজশাহীর মোহনপুর উপজেলা ওএমএস ডিলারের মাধ্যমে উপজেলার ২টি পৌরসভার ৩টি স্থানের ৫টি পয়েন্টে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রত্যেক ব্যক্তি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে চাল বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে. এম ফজলুর হক, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার , ভারপ্রাপ্ত কর্মকতা (এলএসডি) বাচ্চু মিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য রাবেয়া খাতুন সীমা, সাবেক ইউপি সদস্য ইসরাইল হোসেন, ডিলার আতাউর রহমান প্রমূখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে