গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়ি ভাংচুর

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবদেক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি-ঘর আসবাবপত্র, পানির টিউবওয়েল ভাংচুর, বাড়ির আঙিনা দখল ও প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মো.হাকিমউদ্দিন কাজি সহ তার পরিবারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের শ্রীপুর মধ্যপাড়া (কাজি পাড়া) এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাকিমউদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অভিযোগ করেন, ভুক্তভোগী মো.ইলিয়াস মোল্লা (২৭)।

ভুক্ত ভোগী ইলিয়াস মোল্লা বলেন, হাকিম উদ্দিন তার নানার চাচাতো ভাই হওয়ায় বাড়ির পাশে বাড়ি।সমান ভাগে বন্টন হয়েছে। নতুন করে ৭ শতক জমি দাবী করে নির্মনধীন ঘর ও পানির টিউবওয়েল ভেঙে দিয়ে দখল করার করে ছাপরা ঘর আগেই তুলেছে।আরো জায়গা দখল করার চেষ্টা করলে বাধা দিতে গেলে অশ্লিল ভাষায় গালি গালাজসহ জানে মেরে ফেলবে বলে হুমকি দেন বলে তিনি জানান।

থানা সুত্র জানা যায়,ইলিয়াস মোল্লা বাদী হয়ে য ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ করেছেন। মৃত দানের কাজরির ছেলে মো.হাকিম উদ্দিন কাজি (৭৫),মো.হাকিম উদ্দিন কাজির ছেলে মো.জুলহক কাজি (৩৫) সহ ৫ জনের বিরুদ্ধে।মাস খানেক আগেও এই বিবাদীগনের বিরুদ্ধে ঐ পরিবার থেকে অভিযোগ উঠেছিলো। অভিযুক্ত জুলহক কাজির মোবাইলে কথা বলার অনেক চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।

খুবজিপুর ইউপি সদস্য মো.দুলাল ফকির বলেন,ইলিয়াস মোল্লা ও হাকিম উদ্দিন কাজির মধ্যে জোত জমি নিয়ে ঝামেলা হয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান সহ তিনি জানেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে