নিরাপত্তার বুলি নয়, বাস্তবায়ন চাই: ইবি ছাত্র মৈত্রী

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
নিরাপত্তার বুলি নয়, বাস্তবায়ন চাই: ইবি ছাত্র মৈত্রী

নিজস্ব প্রতিবেদক, ইবি : শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা।

বুধবার ( ৩১ আগষ্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ‘নিরাপত্তার বুলি নয় বাস্তবায়ন চাই’, ‘নিরাপত্তা শিক্ষার্থীদের অধিকার করুণা নয়’ , ‘শতভাগ আবাসিকতা নিশ্চিত কর’ ইত্যাদি স্লোগান সম্বলিত পোষ্টার প্রদর্শন করে শুধু ক্যাম্পাসের অভ্যন্তরেই নয় বাইরেও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে ছাত্র মৈত্রী ইবি শাখার দপ্তর সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু ও সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোরশেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুত্তাসিম বিল্লাহ পাপ্পু বলেন, আমরা আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণের জন্য এখানে দাড়িয়েছি। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মানববন্ধন করতে হবে এটা খুবই লজ্জাজনক বিষয়। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বিপদে পড়লে রাতের ও ক্যাম্পাসের বাইরে অজুহাত দিয়ে নির্দিষ্ট সময়ে প্রশাসনের সাহায্য পাওয়া যায় না যা খুবই হতাশাজনক। ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শবর্তী জায়গায় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়াও, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি শিক্ষার্থীর আবাসিকতার দাবি জানান তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে