পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে গরু বিতরণ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে গরু বিতরণ

এম এ আলিম রিপন, সুজাগনর : পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের উপকারভোগীদের ২৯-৩০ আগস্ট দুইদিন ব্যাপী গরু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ঢালারচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে ইউনিয়নের কাকশিমুল গ্রামের হতদরিদ্র ১৩ জন নারী উপকারভোগী অংশগ্রহন করেন। পরে মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই গ্রামের হতদরিদ্র ০৮ জন নারী উপকারভোগীদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিজু তামান্না ।

ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলীর সভাপতিত্বে ও পাবনা প্রতিশ্রুতির সহকারী পরিচালক মো. ওয়ালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো.মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার মো.রফিকুল ইসলাম।

এ সময় পাবনা প্রতিশ্রুতির পরিচালক মো.মনির হোসেন, অডিট অফিসার কায়নাত রশিদ ও পাবনা প্রতিশ্রুতির ত্রিমোহনী শাখার শাখা ব্যবস্থাক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরবর্তী বাজেট বরাদ্দ প্রাপ্তির পরে প্রশিক্ষণে অংশগ্রহনকারী অপর হতদরিদ্র ৫ জন নারী উপকারভোগীর মাঝে গরু বিতরণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে