চরতারাপুরে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২; সময়: ৫:১২ অপরাহ্ণ |
চরতারাপুরে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : এক সময় পাখিদের অভয়ারন্য ছিল পাবনার চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা। কালের বিবর্তনে বর্তমানে হারিয়েছে প্রায় সবই। আর নানা কারণে পাখিবান্ধব ও পরিবেশ বান্ধব বৃক্ষ বিলুপ্ত হওয়ায় এ অঞ্চল থেকে চলে গেছে অনেক প্রজাতির পাখি। আর এ জন্য হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে তোলার লক্ষে চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে চরতারাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় তারাবাড়িয়া সরকারি রাস্তার পাশে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় ।

মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।

এ সময় ইউপি সচিব আসাদুজ্জামান , সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন , ইউপি সদস্য রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান বাবু, রনি আহমেদ ও স্থানীয় আ.লীগ নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন। রোপণকৃত পাখিবান্ধব বৃক্ষের মধ্যে রয়েছে সোনালু,জারুল,বট, পাকুড় সহ অন্যান্য গাছের চারা।

উদ্বোধনকালে প্রধান অতিথি চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন পরিবেশ বান্ধব ও পাখিবান্ধব বৃক্ষ নিধনে ক্রমাগত ঘটেছে পরিবেশ বিপর্যয়। এখন আর অনেক প্রজাতির পাখি দেখা মেলেনা । আর এ জন্য এই ইউনিয়নে আগের বৈচিত্র ফিরিয়ে আনতে ও ইউনিয়নকে সমৃদ্ধ করতে পাখিবান্ধব ও পরিবেশ বান্ধব অভয়ারন্য করতে এ ধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে