শত্রুতার জেরে কচুয়ায় নিরীহ পরিবারের বাড়ি পুড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২; সময়: ৬:০৯ অপরাহ্ণ |
শত্রুতার জেরে কচুয়ায় নিরীহ পরিবারের বাড়ি পুড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় এক নিরীহ পরিবারের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার মধ্যরাতে উপজেলার সেঙ্গুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী সাজেদা বেগম সোমবার বাদী হয়ে একই গ্রামের মৃত. আলী মিয়ার ছেলে আব্দুল করিম ও সুলতান মিয়ার ছেলে ডালিম হোসেন গংদের বিবাদী করে কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী সাজেদা বেগম ও ছেলে রুবেল হোসেন জানান, আব্দুল করিম গংদের সাথে দীর্ঘদিন আমাদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। শত্রুতার জের ধরে রবিবার মধ্যরাতে বসতঘরের দক্ষিনাংশে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

প্রতিবেশী আয়েশা বেগম ও মাঈন উদ্দিন আহমেদ বলেন, সাজেদা বেগম একজন নিরীহ মানুষ। অনেক কষ্টে ছেলে ও মেয়েদের নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করে আসছে। পূর্বে থেকে আব্দুল করিমের সাথে তাদের জমিজমা বিরোধ রয়েছে। তবে কে বা কাহারা রাতের আধারে আগুন দিয়ে দিয়েছে তা আমরা জানি না। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত আব্দুল করিম বসতঘরে আগুন দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের সাথে আমার জমিসংক্রান্ত মামলা মোকদ্দমা রয়েছে। মামলা থেকে রক্ষা পেতে এবং আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা ষড়যন্ত্রমূলক ঘটনা সাজায়। আমিও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন বলেন, নিরীহ পরিবারের বসতঘরের অগ্নিসংযোগ দেয়ার চেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে